ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা ৩০ লাখে সীমাবদ্ধ থাকবে না -মুনতাসির মামুন

মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা ৩০ লাখে সীমাবদ্ধ থাকবে না -মুনতাসির মামুন

গণহত্যা জাদুঘরের সভাপতি ড. মুনতাসীর মামুন বলেছেন, নতুন ৮টিসহ মোট ২৮টি জেলায় জরিপ করতে গিয়ে দেখেছি, আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে বড় কম জানি। আমাদের মাথায় আধিপত্য বিস্তার করে আছে বিজয়। খালি বিজয় দেখলে মুক্তিযুদ্ধের যে নিদারুণ যন্ত্রণা, সেটা কিন্তু আমরা বুঝতে পারব না। জরিপে ২৮ জেলার যে তথ্য আমরা পেয়েছি, তাতে ৬৪ জেলায় এ সংখ্যা দাঁড়াবে ধারণার চেয়ে কয়েক গুণ বেশি। সেক্ষেত্রে শহিদের সংখ্যাও হয়তো ৩০ লাখে সীমাবদ্ধ থাকবে না। সোমবার বাংলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে সোমবার ‘গণহত্যার পাঁচ দশক : স্বীকৃতি, বিচার ও ইতিহাসের দায়’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের আয়োজন করে খুলনার ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ এবং ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র’। সেমিনারের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘরের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণহত্যা জাদুঘরের ট্রাস্টি, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির।