সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে করোনা পরীক্ষার ফলাফল আসার আগেই বাড়ি চলে যাওয়ার দায়ে যুক্তরাজ্যফেরত দুই প্রবাসীকে এক সপ্তাহের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জেল ও জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মেজবাহ উদ্দিন। পরে রাতেই তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত লন্ডন প্রবাসীরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আব্দুল রউফের ছেলে আলম হাসান রউফ (৩৬) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. আবদুল নূর (৪২)। তিনি নগরের পাহাড়িকা আবাসিক এলাকার জিয়া উদ্দিন রোডের বাসিন্দা। তারা দুজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।
London Bangla A Force for the community…
