সাহিদুর রহমান সুহেল: ”স্বীকৃতিহীন মুক্তিযোদ্ধা শহীদ জামাল কন্যার আকুতি নিয়ে”গত ২৩ ডিসেম্বর’ রোজ বুধবার ইউকে সময় বেলা ২টা এবং বাংলাদেশ সময় রাত ৮টায় London Bangla টেলিভিশনে সাহিদুর রহমান সুহেলের “উপস্থাপনায় “সময়ের ভাবনা’য় লাইভ অনুষ্ঠান প্রচারিত হয়।আলোচনায় অংশগ্রহণ করেন মো: আব্দুস শুকুর, মেয়র, বিয়ানীবাজার পৌরসভা,ফারুক যোশী কলাম লেখক এবং প্রধান সম্পাদক ৫২বাংলাটিভি ডটকম এবং শহীদ জামাল কন্যা স্বাধীন সুন্দরী।
আলোচনার এক পর্যায়ের ১৯৭১ সালের ১৪ জুলাই স্হানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদারের হাতে নিহত বিয়ানীবাজার উপজেলার সড়কভাংনির খশির গ্রামের শহীদ জামালের স্মৃতিসৌধের রক্ষনা-বেক্ষনের দ্বায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেন অতিথিরা।যদিও অতিথিরা স্হানীয় চেয়ারম্যানের উপর এ বিষয়ে জোর দাবী জানালেও অবশেষে বৈরাগীবাজার এলাকার লন্ডন প্রবাসী যিনি লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ময়নুল হক প্রতি বছর ৫০০০ টাকা প্রদানের অংগীকার করেন।প্রয়োজনে আরো সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
ময়নুল হক লন্ডন-বাংলাকে জানান মুক্তিযুদ্ধা শহীদ জামালের স্মৃতিসৌধের রক্ষনা-বেক্ষনের দ্বায়িত্ব দেশ, নিজের এবং এলাকার প্রতি দ্বায়বদ্ধতারই অংশ।
London Bangla A Force for the community…
