ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / যুক্তরাজ্যে মাস্ক না পরলে সর্বোচ্ছ ১০০ পাউন্ড জরিমানা দিতে হবে

যুক্তরাজ্যে মাস্ক না পরলে সর্বোচ্ছ ১০০ পাউন্ড জরিমানা দিতে হবে

ক্যারল, লন্ডন: যুক্তরাজ্যে মাস্ক না পরলে সর্বোচ্ছ ১০০ পাউন্ড জরিমানা দিতে হবে, এমন নতুন আইন জারি করেছে যুক্তরাজ্যে সরকার।

তবে নতুন আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাণিজ্য সংস্থা ও সংসদ সদস্যরা।

তারা বলছেন, নতুন আইন কিভাবে প্রয়োগ করা হবে তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে।

যদিও পুলিশ বলছে, জরিমানার বিধান একেবারে সর্বশেষ কার্যক্রম হিসেবে প্রয়োগ করা হবে।

এই আইনে সুপারমার্কেট, ইনডোর শপিং সেন্টার, ট্রান্সপোর্ট , ব্যাংক এবং ডাকঘরে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

ইতিমধ্যে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ বাস, ট্রেন এবং ফেরিগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ওয়েলসের আগামী ২৭ জুলাই থেকে পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।

নতুন আইন প্রকাশের পূর্বে যুক্তরাজ্যের হসপিটালিটির প্রধান নির্বাহী কেট নিকোলস বলেন, সরকারের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে এবং অনেক দেরিতে এই নির্দেশনা চূড়ান্ত করা হয়েছে।