কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। শনিবার রাত ১১টায় তিনি নিজ বসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কয়েকদিন থেকে রোগাক্রান্ত ছিলেন, তবে গতকালও তিনি কুদরত উল্লাহ মসজিদে জুম’আর নামাজ আদায় করেন।
মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর থেকে কুদরতউল্লা জামে মসজিদে ইমামতি করছেন। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। মরহুমের নামাজে জানাজা রোববার বেলা ২ টায় কুদরতউল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
London Bangla A Force for the community…
