ব্রিটেনে গত ২০ মার্চের পর থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয়বারের মত গত ২৪ ঘন্টায় স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে কেউ মৃত্যুবরন করেনি। আর গত ২৪ ঘন্টা লন্ডনেও কোন করোনা রোগীর মৃত্যু হয়নি।
এদিকে পুরো ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আরো কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। এই সংখ্যাও লকডাউন শুরুর পর থেকে সর্বনি¤œ। গত ২৪ ঘন্টায় (সোমবার) ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রবিবার ছিলো ৭৭জন, শনিবার ২০৪, শুক্রবার ছিলো ৩৫৭জন, বৃহস্পতিবার ছিলো ১৭৬ জন। মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৫৯৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২০৫ জন। গতকাল রবিবার ছিলো শনিবার ১৫৫৭জন, শুক্রবার ছিলো ১৬৫৯ জন, বৃহস্পতিবার ছিলো ১৮০৫জন, বুধবার ছিলো ১৮৭১জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৮৭ হাজার ৩৯৯ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫৯ জন, স্কটল্যান্ডে করোনায় কেউ মৃত্যুবরন করেনি, ওয়েলসে ৩ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কত জনের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।
Credit: ওয়ানবাংলানিউজ
London Bangla A Force for the community…
