রাজধানীর স্কযার হাসপাতালের আইসিইউর বিভাগীয় প্রধান ও পরিচালক ডা: মীর্জা নাজিমউদ্দীন রোববার বিকাল ৩টা ৫৫ মিনিটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনা পজিটিভ হলে স্কয়ার হাসপাতালের আইসিইউতে গত একমাস চিকিৎসাধীন ছিলেন।
এই হাসপাতালেই কর্মরত ডা: মীর্জার স্ত্রী গাইনি চিকিৎসক ডা: খালেদা তার স্বামীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ডা: মীজা করোনা আক্রান্ত হলে প্লাজমা থেরাপিসহ উন্নত দেশের চিকিৎসকদের পরামর্শমত চিকিৎসা চলছিল।
ডা. মির্জা নাজিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। মৃত্যুকালে তিঁনি স্ত্রীসহ দুই পুত্র, এক কন্যা, পরিবার পরিজন, বন্ধু-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মরহুম ডা. মির্জা নাজিম উদ্দিনের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
আরো শোক প্রকাশ করেছেন স্কয়ার হাসপাতালের অনকোলজিস্ট ডা. মোহাম্মদ সৈয়দ আকরাম হোসেইন।
London Bangla A Force for the community…
