রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তাদের স্ত্রীরা। ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে শনিবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুর স্ত্রী অধ্যাপক সালমা শাহাদত, সিটি মেয়র মোদসাদ্দেক হোসেন বুলবুলের স্ত্রী রেবেকা সুলতানা সিমিসহ অন্যান্যরা রাজশাহী মহানগর বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, গত দুই রাতে রাজশাহীতে বিএনপির নেতাদের খুঁজতে গিয়ে তাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় পুলিশ ও র্যাব। তবে এরা আদেৌ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা উল্লেখ করে তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দলের আহবায়ক নাজমা বেগম যুগ্ম আহবায়ক এ্যাড. রওশানারা পপি, বেশ কয়েকজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সহ ক্ষতিগ্রস্ত ৭-৮টি পরিবারের সদস্যরা।
শিবির সভাপতির নিন্দা:
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানের নিন্দা জানিয়েছে সংগঠনটি। শনিবার বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে তল্লাশির সময় বাড়ির সমস্ত আসবাবপত্র, ফার্নিচার, টিভি, কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ করা হয়।