আগামীকালের সমাবেশে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া অবশ্যই উপস্থিত থাকবেন উল্লেখ করে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সরকারের কাছে সমাবেশের অনুমতি চেয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ সময় মেজর হাফিজ বলেন, আগামীকালের সমাবেশ হবে শান্তিপূর্ণ। গণতন্ত্র রক্ষার এই সমাবেশে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে উপস্থিত হবেন। যেকোনো মূল্যে এই সমাবেশ সফল করা হবে।
এ সময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ এই নেতা বলেন, এই সমাবেশে বাধা দেয়া হলে সারাবিশ্ব বাংলাদেশকে ধিক্কার জানাবে।
London Bangla A Force for the community…
