ব্রেকিং নিউজ
Home / সিলেট / বিবিসিজিএইচ- কর্তৃক নিদনপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বিবিসিজিএইচ- কর্তৃক নিদনপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আজ ২৫শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের নিদনপুর গ্রামে সারাদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম ট্রাস্টি আলহাজ্ব নাসির উদ্দিন-র সৌজন্যে নিদনপুরস্থ তাঁর বাস ভবনে পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা সাধারন চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রোপ নির্নয় করা হয় এবং বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। সকাল ১০ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে সাধারন চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে আয়োজক মন্ডলীর গণ্যমান্য ব্যক্তি বর্গ ছাড়াও চিকিৎসা সেবা নিতে আসা সর্বসাধারনের উপস্থিতি ছিল লক্ষনীয়। এই সময় চিকিৎসা সেবা ক্যাম্পের যাবতীয় কার্যক্রম পরিদর্শন করেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, হাসপাতালের ফান্ড্রাইজিং ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল শফিক ও হাসপাতালের অন্যতম ট্রাস্টি আলহাজ্ব বাজিদুর রহমান প্রমুখ।

এই সময় গণমাধ্যম কর্মীদের সাথে এক সাক্ষাৎকারে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ফান্ড্রাইজিং ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল শফিক বলেন যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক প্রত্যন্ত এলাকায় গরিব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবার প্রদানের লক্ষ্যে এই ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে, এর মাধ্যমে সকল স্থরের মানুষ উপকৃত হয়। তিনি সকল বৃত্তবান দেশী ও প্রবাসী ব্যক্তি বর্গের প্রতি প্রত্যন্ত এলাকায় এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজনের আহ্বান ব্যক্ত করেন এবং বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক সর্বাত্নক সহযোগিতা প্রদানের মত প্রকাশ করেন। আগত অথিতিবৃন্দ ও সেবা প্রার্থীগণ এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পর্যায়ক্রমে এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজনের জন্য প্রবাসীগণের প্রতি আকুল আহবান ব্যক্ত করেন।