প্রথমবারের মতো ভারত সফরে এসেই ৩ বিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২২ হাজার কোটি টাকা) প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক অতীতের যেকোনও সময়ের চেয়ে আরও শক্তিশালী করারও বার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ২৪টি মার্কিন এমএইচ-৬০ হেলিকপ্টার কেনার চুক্তিতে সই করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
মূলত ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য সংঘাতের আবহে অস্বস্তি ও অস্থিতিশীলতা কাটাতেই দু’দেশের মধ্যে এ প্রতিরক্ষা চুক্তি হচ্ছে।
এর আগে গতকাল সোমবার ট্রাম্পকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ান’ সোমবার বেলা ১১.৪০ মিনিটে গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওইদিন দুপুরে গুজরাটের আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হচ্ছে। সামরিক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম কেনা-বেচার চুক্তি হবে।’
চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত যে হেলিকপ্টারগুলো কিনবে সেগুলো ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনী।
London Bangla A Force for the community…
