ইরাকে দুটি পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার সকালে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পূর্ব বাগদাদ প্রদেশে অজ্ঞাত হামলাকারীরা এক ট্রাফিক অফিসারের পাশাপাশি এক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
রাজধানী বাগদাদের সদর সিটিতে মোটরসাইকেল আরোহী সশস্ত্র হামলাকারীরা শিক্ষা মন্ত্রনালয়ের এক কর্মচারীকে হত্যা করেছে।
এছাড়া বাগদাদ শহরের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ ও সশস্ত্র হামলায় তিন জন আহতও হয়েছেন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইএসআইএসের আক্রমণে দিয়ালা প্রদেশে একজন বেসামরিক নাগরিক নিহত এবং নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
London Bangla A Force for the community…
