দুটি পদ্মাসেতু নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে বিকালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবারের ইশতেহারে থাকছে রূপকল্প ২০৪১। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ রূপকল্প ২০২১ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলো। এবারের ইশতেহারে কর্মসংস্থানকে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে। থাকছে আগামী পাঁচ বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার প্রতিশ্রুতি। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১০ শতাংশে নিয়ে যাওয়ার পাশপাশি, গভীর সমুদ্র বন্দর নির্মাণেরও প্রতিশ্রুতি থাকছে। এছাড়া সব সংসদ সদস্যদের জবাবদিহিতা ও স্বাচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন করা হবে। দারিদ্রতার হার অর্ধেকে নামিমে আনা এবং মাথাপিছু আয় দেড় হাজার ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দেবে আওয়ামী লীগ।