লেবার নেতৃত্ব প্রতিযোগীতা থেকে ছিটকে পড়লেন এমিলি থর্নবেরি। পর্যাপ্ত মনোনয়ন অর্জনে ব্যর্থ হওয়ায় এই নেতৃত্বের দৌড়ে বাদ পড়লেন তিনি।
শুক্রবার মধ্যরাতের শেষ সময় পর্যন্তু লেবারের শ্যাডো এই পররাষ্ট্র সচিব স্থানীয় নির্বাচনকেন্দ্রের দলগুলো থেকে ৩১টি মনোনয়ন পেয়েছিলেন। তবে প্রয়োজন ছিল ৩৩টি।
মূলত এমিলি থর্নবেরি লেবার পার্টির সহযোগী সংগঠনের কাছ থেকে কোনও মনোনয়ন পাননি। তার বিদায়ের মাধ্যমে এখন নেতৃত্বের রেসে টিকে রইলো স্যার কেয়ার স্টারমার, রেবেকা লং-বেইলি এবং লিসা ন্যান্ডি। আর এর ফলে এই শেষ তিনজনের মধ্যে একজনই লেবার পার্টি নেতা হিসেবে জেরেমি কর্বিনের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়াও স্যার কেয়ার স্টারমার, রেবেকা লং-বেইলি এবং লিসা ন্যান্ডি ইতোমধ্যে ইউনিয়ন এবং অনুমোদিত গ্রুপগুলোর সমর্থন নিয়ে পরবর্তী ধাপে প্রতিদন্ধিতা করার যোগ্যতা অর্জন করেছেন।
অপরদিকে মিসেস থর্নবেরি এক টুইটে লিখেছেন, নেতৃত্বর বাকি অংশে লড়াই করতে না পারা লজ্জাজনক। তবে তিনি বাকী প্রার্থীদের জন্য শুভকামনা জানিয়েছেন।
News Credit: শীর্ষবিন্দু নিউজ
London Bangla A Force for the community…
