ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / গুলি খেয়ে মরবো কিন্তু কাগজ দেখাব না: আসাদুদ্দীন ওয়াইসি

গুলি খেয়ে মরবো কিন্তু কাগজ দেখাব না: আসাদুদ্দীন ওয়াইসি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সরব রয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) নেতা আসাদুদ্দিন ওয়াইসি। আইনটিকে তিনি মুসলিমবিরোধী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।

সূত্রমতে জানা যায়, অন্ধ্রপ্রদেশের কুর্নলের এক জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিয়ে ওয়াইসি বলেন, ‘‌গুলি খাব, কিন্তু কাগজ দেখাব না। আমি এই দেশেই থাকব এবং কাগজ দেখাব না। আমাকে কাগজ দেখাতে বললে বলব বুকে গুলি মার। আমার বুকে গুলি মার কারণ আমার হৃদয়ে ভারত।‌ এখন তো মোদি-শাহের নিন্দা করলেই আপনি দেশদ্রোহী।’‌

নাগরিকত্ব আইনের বিরোধিতাকারীদের গুলি করে মারা হবে অনুরাগ ঠাকুরের এমন মন্তব্যের জবাবে ওয়াইসি জানিয়েছিলেন, গুলি খেতে তিনি ভয় পান না।

মুম্বাইয়ে এক জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে ওয়াইসি বলেন, আমি অনুরাগ ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, ভারতের যে কোনো জায়গা ঠিক করুন, যেখানে আপনি আমাকে গুলি মারতে চান। সেখানে আমাকে ডাকুন, আমি যেতে প্রস্তুত। আপনার এই ধরনের মন্তব্যে আমি ভয় পাই না। আমাদের মা-বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তারা দেশকে রক্ষা করতে চায়।