ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

ইরাকে আবারো সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। জনতার বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটির বড় শহরগুলো।

রাজধানী বাগদাদ, নাজাফ ও নাসিরিয়ার মত বড় শহরগুলোতে হাজার হাজার ইরাকি সামবেশ ও বিক্ষোভ করছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ আলাউয়ি বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় তারা।

কয়েকদিন বন্ধ থাকার পর রবিবার বিকেলে নতুন করে রাস্তায় নেমে আসে আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতিবাজ ও অসৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে সামাজিক ও অর্থনৈতিক সংস্কার করতে হবে। এছাড়া আন্দোলনকারীদের ওপর সম্প্রতি প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের সমর্থকদের হামলারও নিন্দা জানায় তারা।

প্রসঙ্গত,কয়েক মাস ধরে চলমান বিক্ষোভে ইরাকে নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে।