টসের পর সর্তীথদের ব্যাটিংয়ে রেখে প্যাভিলিয়নে ফিরছিলেন সাকিব আল হাসান। সুযোগ পেয়েই অটোগ্রাফের জন্য ভিআইপি গ্যালারির ভক্তরা নির্ধারিত স্থান থেকে পিছু নেয় তার। ভক্ত আর তারকা খেলোয়াড়দের জন্য চিরচেনা সেই দৃশ্য। কিন্তু তার সইলো না ওয়ান্ডের সেরা পারফর্মার সাকিব আল হাসানের। কেন জানি মেজাজ গেল বিগড়ে তার। আকস্মিক ঘুরে এসে ধরলেন ভক্তের গলা চেপে। ঘটনায় কিংকর্তব্যবিমূড় সকলে। কিন্তু ঘটে গেল অপ্রত্যাশিত সেই ঘটনা সিলেটে বিভাগীয় স্টেডিয়ামে। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন বিসিবির গেইম ডেভলাপমেন্ট কমিটির চেয়ারম্যান ও প্রাইম ব্যাংক লিমিটেড এর কোচ খালেদ মাহমুদ সুজন। এসেই ঘটনা ব্যাপারে মুখে খুলে সাংবাদিকদের জানালেন, দু:খজনক এ ঘটনা ঘটেছে, সাকিবকে নিয়ে তাচ্ছিল্যপূর্ণ একটি কথার সূত্র ধরে। তবে বিষয়টি নিয়ে যদি সংবাদ পরিবেশন করা হয় তাহলে, সিলেটে টি-২০ বিশ্বকাপ ম্যাচসহ সকল খেলা আমি বন্ধ করে দিব’। সুজনের এমন দম্ভোক্তিতে হতবাক হওয়া ছাড়া উপায় ছিল না কারো। কেন এমন করলেন সাকিব আল হাসান, কেনই-বা ঘটনার যথাযথ ব্যাখ্যা না দিয়ে দেশের ক্রিকেট অধ্যায়ের দায়িত্বশীল ব্যক্তি খালেদ মাহমুদ সুজন ‘সংবাদ প্রকাশ করলে খেলা বন্ধের হুমকি দিলেন সাংবাদিকদের’ সেই উত্তর এখনও অজানা। তবে ক্রিকেট প্রেমী উপস্থিত দর্শক এই ঘটনায় কষ্ট পেয়েছে। অথচ সিলেট বিভাগীয় স্টেডিয়াম মাঠে দর্শকের এই উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব আল হাসানসহ তারাকা ক্রিকেটরা। এছাড়া, দর্শকের সমাগম আরামপদ করতে স্টেডিয়ামাকে দ্বি-তল করারও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিন্তু গতকালের ঘটনা ক্রিকেট মাঠের সব সুন্দরকে খানিক হলেও মলিন করেছে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে, সাকিবের আক্রমনের শিকার তার ভক্ত ব্রিটিশ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কামালীকে অনাকাঙ্খিত এঘটনার পর ভিআইপি গ্যালারি থেকে বের করে দেওয়া হয়। সাথে তার পরিবারের লোকজনও ছিলেন। এসময় সাংবাদিকরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে ক্ষুদে এ দর্শক কিছু না বলে যেন অজানা কিছুর আশঙ্কায় দ্রুত প্রস্থান করেন।