২৪ নভেম্বর রবিবার পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবের একটি অনুষ্টানে ব্রিটেনের প্রাচীনতম ও স্বনামধন্য ক্যারাম ক্লাব সাউন্ডটেক ক্যারাম ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা-২০১৯ প্রদান করা হয় তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী কে, তিনি একজন ক্রীড়া সংগঠক, ব্রিটেন সহ দেশ – বিদেশে বিভিন্ন খেলাধুলায় বিশেষ করি ব্যাডমিন্টন খেলায় একজন সফল অয়োজক হিসাবে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন l খেলাধুলার সামগ্রী ও খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে অনেক অনেক ভালো খেলোয়াড় সৃষ্টি করে দেশে বিদেশে প্রচুর স্বনাম অর্জন কিরেছেন l তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব সহ অনেক গুলো ক্লাবের প্রতিষ্টাতা, বিশিষ্ট ক্রীড়ামুদি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী কে এই সম্মাননা প্রদান করায় তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার ও সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী সহ ক্লাবের অন্যান সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন l
২৪ নভেম্বর রবিবার সাউন্ডটেক ক্যারাম ক্লাবের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন l এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাউন্ডটেক ক্যারাম ক্লাবে ইউরোপের প্রেসিডেন্ট ও ক্যারম চ্যাম্পিয়ান সুনাহর আলী রিঙ্কু, ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, সাংবাদিক জাকির হোসেন কয়েস প্রমুখ
Sent from my iPhone
London Bangla A Force for the community…
