জামায়াতি আওয়ামী লীগের কারণেই জামায়াত-শিবির সাতক্ষীরা জেলাব্যাপী সহিংসতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।’সাতক্ষীরায় নৈরাজ্য জামায়াতি আ.লীগের কারণেই’ ডা. আ ফ ম রুহুল হক।
বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জামায়াতের সাথে ‘সমন্বয় করে পিট বাঁচানোর’ চেষ্টা করছেন তাদেরকে ‘জামায়াতি আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে রুহুল হক বলেন, “এদেরকে চিহ্নিত করার সময় এসেছে। আওয়ামী লীগের এসব নেতার কারণেই আজ সাতক্ষীরায় জামায়াত-শিবির একের পর এক নৈরাজ্য চালানোর সাহস পাচ্ছে।”
জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুদ্ধাপরাধ মামলায় গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায় এবং ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর সাতক্ষীরার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির যেভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছে তা ’৭১ সালের বর্বরতাকেও হার মানিয়েছে।”
রুহুল হক বলেন, “জামায়াতি আওয়ামী লীগের কারণেই জামায়াত-শিবির আজ জেলাব্যাপী সহিংসতা চালাচ্ছে।”
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা পরিষদ প্রশাসক মনসুর আহম্মেদ, মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না, মীর মুস্তাক আহম্মেদ রবি প্রমুখ।
উৎসঃ সমকাল
London Bangla A Force for the community…
