পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী, পপশিল্পী রবি পিরজাদা শোবিজ জীবনের ইতি টেনেছেন। সোশ্যাল মিডিয়ায় তার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর টুইটারে এই সিদ্ধান্ত জানিয়েছেন পিরজাদা।
৪ নভেম্বর টুইটার অ্যাকাউন্টে রবি পিরজাদা লিখেছেন, ‘আমি, রবি পিরজাদা শোবিজ ছেড়ে দিচ্ছি। আল্লাহর কাছে আমার পাপ মুক্তির জন্য প্রার্থনা করছি। আমার হৃদয়ের কোমলতা চাইছি যেন মানুষের উপকারে আসতে পারি।’
নিজের প্রোফাইল পিকচার বদলে একটি কালো ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে রেখেছেন তিনি।
আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়ানোর পরে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে একটি লিখিত অভিযোগ করেছেন রবি পিরজাদা।
তিনি জানিয়েছেন, একটি দোকানে তিনি ফোন বিক্রি করেছেন। সেখান থেকেই তার ব্যক্তিগত এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে। সেই দোকানের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরই খেপে যান রবি পিরজাদা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলায় উড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছিলেন। এরপরেই তার ছবি ও ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।