০২ রা নভেম্বর, শনিবার: আলহাজ্ব নবাব আলী ওয়েলফেয়ার ট্রাস্ট-ছফদার মঞ্জিল,আওই-এর উদ্যোগে বানিগ্রাম-বহরগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও গরিব-দুস্থদের মধ্যে ঔষধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা সাধারন চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রোপ নির্নয়সহ দুই শতাধিক রোগীগণের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম ট্রাস্টি, ইংল্যান্ড প্রবাসী, মোঃ আজিজুর রহমান-র আর্থিক সহায়তায় উক্ত মেডিকেল ক্যাম্পে বিবিসিজিএইচ-এর সি ই ও এন্ড এম ডি জনাব এম সাব উদ্দিনসহ আয়োজক মন্ডলীর পক্ষে হাজি মোঃ তবারক আলী, মোঃ ইমরান হুসাইন, স্কুল কমটির সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। সকাল ১০ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্পে অভিজ্ঞ পুরুষ ও মহিলা চিকিৎসক দ্বারা প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে সাধারন চিকিৎসা সেবা প্রদান করা হয়। আগত সেবা প্রার্থীগণ এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্যেখ্য বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক চলতি মাসের ৫ ও ৬ তারিখ যথাক্রমে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসা প্রাঙ্গন ও খাড়াভরা গোল্ডেন প্লাস একাডেমী প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হবে।