মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলার বাংলাদেশ-ভারত সীমান্ত বাংলাদেশিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এতে ৬ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ফুলতলার বিওপির সীমান্ত পিলার ১৮২৩/২৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাপ্পা মিয়া নামের একজনের অবস্থা গুরুতর। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা। আরেকজনকে সিলেটের আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সকালে ৮-১০ জন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। বিএসএফ ১৬৬ ব্যাটালিয়নের ইয়াকুব নগর ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ৬ বাংলাদেশি আহত হোন। আহত অবস্থায় তারা বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।
সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবি বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদলিপি পাঠিয়েছেন বলে জানান বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান।
London Bangla A Force for the community…
