ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / বিএসএফ’র এলোপাতাড়ি গুলিবর্ষণ, ৬ বাংলাদেশি গুলিবিদ্ধ

বিএসএফ’র এলোপাতাড়ি গুলিবর্ষণ, ৬ বাংলাদেশি গুলিবিদ্ধ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলার বাংলাদেশ-ভারত সীমান্ত বাংলাদেশিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এতে ৬ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ফুলতলার বিওপির সীমান্ত পিলার ১৮২৩/২৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাপ্পা মিয়া নামের একজনের অবস্থা গুরুতর। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা। আরেকজনকে সিলেটের আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সকালে ৮-১০ জন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। বিএসএফ ১৬৬ ব্যাটালিয়নের ইয়াকুব নগর ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ৬ বাংলাদেশি আহত হোন। আহত অবস্থায় তারা বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।

সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবি বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদলিপি পাঠিয়েছেন বলে জানান বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান।