দিল্লির হায়দরাবাদ হাউজে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় তিনটি প্রকল্প।
দুপুর পৌণে দুইটার দিকে এই চুক্তি স্বাক্ষর ও উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধন হওয়া ৩ প্রকল্প হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতের সেভেন সিস্টারসে এলপিজি রপ্তানি, ভারতের অর্থায়নে রামকৃষ্ণ-বিকেকানন্দ ভবন ও খুলনার ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এছাড়াও ফেনী নদীর পানি শোধনাগার প্রকল্প এবং মংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহার নিয়েও চুক্তি সই হয়।
উপকূলীয় নিরাপত্তা, যুব উন্নয়ন, সংস্কৃতিসহ ঢাকা-হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের মধ্য শিক্ষা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বে সম্প্রীতির অনন্য নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেন।
London Bangla A Force for the community…
