ব্রাম্মনবাড়ীয়া কমিউনিটি ইউকে’র উদ্যেগে একটি নৈশভোজ ও আলোচনা অনুষ্টানের আয়োজন করা হয় গত ১৭ই জুলাই পূর্ব লন্ডনের জাজা’স রেস্টুরেন্টে। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ফজলুল করিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব রব শিপার সাঈদ এবং কার্জন শরীফ। সঞ্চালনা করেন আজিজুর রহমান বাবু।
সভায় বক্তারা ব্রাম্মনবাড়ীয়ার ইতিহাস, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নিজেদেরকে সার্বিকভাবে সুসংহত করে ইউ.কে ও বাংলাদেশের সামাজিক কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাম্মনবাড়ীয়া জেলা সমিতির সভাপতি জনাব মেজবাহ উদ্দিন ইকো ও সাধারণ সম্পাদক জনাব হামিদুল হক।
সভায় বক্তব্য রাখেন ড. সমীরুজ্জামান সমীর, ব্যারিষ্টার ও জাজ মুজিবুর রহমান, আনিসুল হক সানি, আরিফুর রহমান শাহাবুদ্দিন, নাজমুল হাসান, রেজাউল করিম, মোহাম্মদ জাহাংগীর, মোর্শেদ আলম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ডালিম সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
London Bangla A Force for the community…
