ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ২৫ বিশিষ্ট নাগরিককে সংসদে দেখতে চান ড. কামাল হোসেন

২৫ বিশিষ্ট নাগরিককে সংসদে দেখতে চান ড. কামাল হোসেন

দেশের ২৫ জন বিশিষ্ট নাগরিককে সংসদে দেখতে চান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। যাদের নির্বাচনে বিজয়ী করে অর্থবহ সংসদ গঠন করাই তার লক্ষ্য।

জানা যায়, নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম নির্বাচনে অংশ নিতে বিএনপির কাছে ৫০ টি আসন চাইবে। এর মধ্যে প্রায় ২৫টি আসনে দেশের বিশিষ্ট নাগরিকদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে চায় দলটি। যাদের মধ্যে রয়েছেন- আইনজীবী শাহদীন মালিক, সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রাকিবউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ।

গণফোরাম সূত্রে জানা যায়, বিশিষ্ট ২৫ নাগরিককে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে চান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। যাতে করে এই প্রার্থীরা অবিজয়ী হয়ে সংসদে গঠনমূলক আলোচনা করতে পারেন। এই লক্ষ্যে দলটির শীর্ষ নেতারা কয়েক দফায় বৈঠক করে প্রার্থীদের তালিকা তৈরি করেছেন। আগামী ২০ নভেম্বর চূড়ান্ত তালিকাটি জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল বিএনপির কাছে হস্তান্তর করার কথা রয়েছে।বাংলাদেশ জার্নাল রিপোর্ট