হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে হাকিম মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মোড়াকরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাকিম ওই এলাকার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, মোড়াকরি এলাকার কাইয়ুম মিয়া এবং তৌহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হাকিম মিয়াসহ অন্তত ১১ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।
London Bangla A Force for the community…
				