বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন শীর্ষ নেতা।
‘জনগণ আন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করবে’
বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত বি. চৌধুরীর বারিধারার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকল্প ধারা সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা কেউ জানাতে রাজি হননি।
বৈঠকের বিষয়ে ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন মিটিংয়ে আছি, কথা বলতে পারবো না।’
London Bangla A Force for the community…
