ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / আমেরিকা / উত্তর কোরিয়ার হুমকির জবাব দিলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার হুমকির জবাব দিলেন ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যায় আবারো এক টুইট বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন কোন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরী করতে পারবে না।

উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরীর ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে দেশটির নেতা কিম জং-উন এমন ঘোষণা দেয়ার একদিন পর ট্রাম্প এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের নতুন এ প্রেসিডেন্টকে চাপের মুখে রাখতেই তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প টুইটারে বলেন, উত্তর কোরিয়া কেবলমাত্র বলেছে যে তারা যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম একটি পারমানবিক ক্ষেপণাস্ত্র তৈরীর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘এটি কখনই ঘটবে না।’

পারমানবিক ক্ষমতাধর একটি রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র কখনো উত্তর কোরিয়াকে মেনে নেবে না এমন কথা ওয়াশিংটন বারবার বললেও ট্রাম্পকে এর আগে কখনো আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটির ব্যাপারে তার স্পষ্ট কোন নীতির কথা উল্লেখ করতে দেখা যায়নি।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন।