ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ৮১ যাত্রীসহ মিশরের বিমান ছিনতাই

৮১ যাত্রীসহ মিশরের বিমান ছিনতাই

২৯ মার্চ ২০১৬: ৮১ জন যাত্রীবাহী মিশরের একটি বিমান ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা বিমানটি সাইপ্রাসের দক্ষিণ উপকূলীয় লারকানা বিমানবন্দরে নিয়ে যায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ইজিপ্টএয়ারের ফ্লাইট এমএস১৮১ আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রো যাচ্ছিল। বিমানটি এয়ারবাস এ৩২০। এটি উড্ডয়নের পর একজন আরোহী বিমানটি বিস্ফোরিত করার হুমকি দেয়। বলে, তার দেহের সঙ্গে বিস্ফোরক বেল্ট বাঁধা আছে। এমন হুমকিতে বিমানটি ছিনতাই করে সে । এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সঙ্গে সমঝোতা চলছিল। তবে বিমানটির নিয়ন্ত্রণে যারা রয়েছে তাদের পক্ষ থেকে কোন দাবি জানানো হয় নি।

স্থানীয় একজন সাংবাদিক বলেছেন, ওই বিমানটি থেকে কিছু যাত্রীকে নেমে যেতে দেখা গেছে। এ ঘটনার পর লারকানা বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। শিডিউলে থাকা ফ্লাইটগুলোর গতিপথ পরিবর্তন করে দেয়া হচ্ছে। মিশরের বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হুমকিদাতা ওই যাত্রী পাইলটকে হুমকি দেয়। বলে, তার বুকের সঙ্গে বিস্ফোরক বাঁধা আছে। এ ভয় দেখিয়ে সে বিমানটি লারকানায় অবতরণে বাধ্য করে।