২১ মার্চ ২০১৬: ইন্টারপোলের রেকর্ড থেকে বাদ দেয়া হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম। লন্ডনে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকেলে লন্ডনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
২১শে আগস্ট গ্রেনেড মামলায় অভিযুক্ত হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি তারেক রহমান। ১/১১ এর প্রেক্ষাপটে গত ছয় বছর ধরে তিনি চিকিৎসার জন্য পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।