১৪ মার্চ ২০১৬: মাশরাফি-তামিমদের একদিন আগে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায়।
প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবে পরের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক জাহানারা বলেন, ‘সন্দেহ নেই যে ভারত কঠিনতম প্রতিপক্ষ। তবু আমরা ওদের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেটই খেলতে চাই। চাই ইতিবাচক কিছু দিয়েই টুর্নামেন্টটি শুরু করতে।’ নিজ দলের সামর্থ্যেও ভীষণ আস্থাশীল শোনাল অধিনায়কের কণ্ঠ, ‘আমার রুমানা আছে, আছে সালমা, আয়েশা, শারমিন, ফাহিমা ও খাদিজা-তুল কুবরা। আমার কী নেই, সবই আছে!’ এঁদের মধ্যে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করা রুমানার কাছে তাঁর আশা যেন একটু বেশিই, ‘দুটি প্রস্তুতি ম্যাচে ৭ উইকেট নিয়েছে রুমানা। তবে অনেক আগে থেকেই দেশের পক্ষে এরকম পারফর্ম করে আসছে ও। আশা করব, এই বিশ্বকাপেও সেই পারফরম্যান্সেরই ধারাবাহিকতা রাখবে সে।’
London Bangla A Force for the community…
