১৩ মার্চ ২০১৬: রোববার ওমানের বিপক্ষে ‘অলিখিত ফাইনাল’ ম্যাচেও হানা দেয় বেরসিক বৃষ্টি। তবে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ওমানকে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
মূল পর্বে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে সব আলো অবশ্য তামিম ইকবালই কেড়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর প্রথম বাংলাদেশী হিসেবে শতরানের ইনিংসও খেলেছেন এই বাঁহাতি ওপেনার। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতিতে করলেও তামিমের ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে বাংলাদেশ পেয়েছে ১৮০ রানের বড় সংগ্রহ। তামিমের পাশাপাশি দারুণভাবে জ্বলে উঠেছিলেন সাব্বির রহমানও। ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষপর্যায়ে উইকেটে এসে সাকিব আল হাসানও দেখিয়েছেন বিধ্বংসী চেহারা। খেলেছেন ৯ বলে ১৭ রানের ইনিংস।
১৫ মার্চ মঙ্গলবার স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্বের। গ্রুপ দুই’য়ে পড়েছে বাংলাদেশ। মূল পর্বে গ্রুপ দুই’য়ে বাংলাদেশের সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
বাংলাদেশের প্রথম খেলা ১৬ মার্চ বুধবার পাকিস্তানের সাথে কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় ম্যাচে ২১ মার্চ ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। তৃতীয় ম্যাচে ২৩ মার্চ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভেন্যু সেই ব্যাঙ্গালুরু। আর সবশেষ ম্যাচে ২৬ মার্চ কলকাতায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।