০৯ মার্চ ২০১৬: আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে ভারতের ধর্মশালায় বাছাইপর্বের তিনটি ম্যাচই খেলতে হবে বাংলাদেশকে। মাঠে নামার আগে ধর্মশালার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেশ সমস্যাই হচ্ছে মাশরাফির দলের। তবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট দেখলে বাংলাদেশের পেসারদের খুশি হওয়ার কথা। কারণ, উইকেট পেস বোলিং সহায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে তাই বাংলাদেশ দলে চারজন পেসার থাকার সম্ভাবনাই বেশি।
গত রোববার এশিয়া কাপের ফাইনালে চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সেদিন ভালো করতে না পারলেও আজ বেলা সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে থাকতে পারেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। তবে রনি না খেললে বাঁহাতি স্পিনার আরাফাত সানি থাকতে পারেন দলে।
আজকের ম্যাচে জয়ী হলে ‘এ’ গ্রুপ সেরার লড়াইয়ে সবচেয়ে বড় বাধাটি অতিক্রম করবে বাংলাদেশ। ডাচদের হারাতে পারলে সুপার টেনে ওঠার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে টাইগারদের।
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানী, তাসকিন আহমেদ।আজকের ম্যাচে অবশ্য কাটার বয় মুস্তাফিজ খেলতে পারছেন না।
নেদারল্যান্ডসের পর বাংলাদেশের পরের ২টি ম্যাচ ওমান আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে।