ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / নতুন দল গড়ার ইশারা দিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই

নতুন দল গড়ার ইশারা দিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই

৫ মার্চ, ২০১৬: এবার নতুন দল গড়ার ইশারা দিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনিএ কথা বলেন। তবে কবে নাগাদ দল গঠন করবেন এ বিষয়টি স্পষ্ট করেননি অবসরনেয়াসরকারীএইকর্মকর্তা।

প্রশ্নেরমুখেআহমেদ কামাল বলেন, ‘দল তো করবই, সে জন্যই তো এসেছি। যখন দল করা হবে,সাংবাদিকদের ডাকব।’

এর আগে আলোচনা সভায়লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ-নীতির সঙ্গে বিএনপির অনেক কর্মকাণ্ডের এখন মিল নেই। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এখন বিতর্ক সৃষ্টি করা মোটেই সঠিক নয় বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে বিতর্কের বাইরে রাখতে হবে। কাদা ছোঁড়াছুড়ি ও নোংরা রাজনীতিথেকে সব দলকে বেরিয়ে আসতে হবে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী সরকার গণতন্ত্রের কথা বলে, কিন্তু দেশের কোথাও গণতন্ত্রের লেশমাত্র নেই।

বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক হুইপ আশরাফ হোসেন, দৈনিক দিনকালের সাবেক সম্পাদক কাজী সিরাজ, বিকল্পধারার সাবেক নেতা শেখ শহীদুল ইসলাম, সাবেক আইন কর্মকর্তা হোসনে আরা, আইনজীবী প্রদীপ কুমার সরকার প্রমুখসভায় আলোচনাকরেন।