শনিবার ধানমণ্ডির বিলিয়া সেন্টারে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রীবলেন, ‘প্রধান বিচারপতি প্রকাশ্য আদালতে কী বললেন?প্রসিকিউশন এই মামলা নিয়ে রাজনীতি করছে। জামায়াত যে অভিযোগ করেছে, বিএনপি যে অভিযোগ করেছে, তাদের আন্তর্জাতিক লবিস্ট গ্রুপ যে সুরে কথা বলছে, একই সুরে কথা বলেছেন প্রধান বিচারপতি।প্রকারান্তরে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি।’
তিনিবলেন, শুধু তাই নয়, এই বক্তব্যে ট্রাইব্যুনালের পাঁচ বছরের বিচারকে প্রশ্নবিদ্ধ ও হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের পুণঃশুনানিরদাবি করে কামরুল বলেন, ‘প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একটি বেঞ্চ হোক। আর সেই বেঞ্চে আপিলের শুনানি হোক।’
মন্ত্রী বলেন, ‘এই মামলার রায় কী হবে, তা প্রধান বিচারপতির প্রকাশ্যে আদালতে বক্তব্যের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পেরেছি। তার বক্তব্যেএটাবুঝতেপারছিএই মামলায় আর মৃত্যুদণ্ডের রায় দেয়ার কোনো সুযোগ নেই।’