১৭ ফেব্রুয়ারি ২০১৬: হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সুন্দ্রাটেকি গ্রামের আব্দুল আলী ও তার ছেলে জুয়েল। বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন। গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় চার শিশু। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে রাতে উপজেলার সব এলাকায় মাইকিং করা হয়। শনিবার দুপুরে শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে ওই গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা দেয়া লাশ পাওয়া যায়। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাশ জানিয়েছেন, চার শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
London Bangla A Force for the community…
