১১ ফেব্রুয়ারী ২০১৬: নিরাপত্তাজনিত কারণে কারিনা কাপুর ঢাকা আসছেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) সাঈদ খোকন। ফলে স্থগিত করা হয়েছে ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ অনুষ্ঠানটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ঢাকা দক্ষিণের নগরপিতা বলেন, ‘কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ আলোচনা করে পরে জানানো হবে। নিরাপত্তাজনিত কারণে কারিনা কাপুর আসছেন না।’
অন্তর শোবিজের আয়োজনে শুক্রবার ঢাকায় আসার কথা ছিল বলিউড কুইন কারিনা কাপুর খানের। তবে আকস্মিকভাবে একদিন আগে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
এই আয়োজনে কারিনা কাপুর ছাড়াও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুর ও বাংলাদেশি চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক অনন্ত জলিলের উপস্থিত থাকার কথা ছিল।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের টিকিটের মূল্য ধরা হয়েছিল যথাক্রমে এক হাজার, দেড় হাজার ও তিন হাজার টাকা।
London Bangla A Force for the community…
