৯ ফেব্রুয়ারি, ২০১৬: বাংলাদেশের মেয়ে ‘মিস আয়ারল্যান্ড’খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তি এখন ঢাকায়। আজ মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় পৌঁছেছেন। প্রায় ১৪ বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন এই সুন্দরী। মূলত আন্তর্জাাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সম্মান জানাতে এবং আরও কিছু সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে প্রিয়তির এ দেশে ফেরা।
দেশে ফেরার পর বাংলাদেশ প্রতিদিনকে প্রিয়তি বলেন, “নিজের দেশে পা রেখে পুলকিত বোধ করছি। অন্যরকম আনন্দ বইছে মনে। আশা করি এবার দারুণ কিছু সময় কাটবে এখানে।” প্রিয়তি আরও বলেন, “সবার জন্য শিক্ষা ও শক্তি বিদ্যালয় ফাউন্ডেশন পরিদর্শন করবো এবার। এছাড়া আজ একটি হাসপাতালে যাবো অসুস্থ দুই শিশুকে দেখতে।” এমনকি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী দিতিকেও আজ দেখতে যাওয়ার কথা রয়েছে প্রিয়তির। । প্রিয়তি সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে ইন্টারন্যাশনাল রানওয়ে কুইনস রিকগনেশন অ্যাওয়ার্ডস-এ পুরস্কৃত হন।
London Bangla A Force for the community…
