স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমি ডাক্তার নই, কিন্তু দুই বছরে হাফ এমবিবিএস ডাক্তার হয়ে গেছি।’
রোববার রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে আয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডেঙ্গু-ম্যালেরিয়া অনেকখানি মুক্ত হয়েছে। একদিন পুরোপুরি ডেঙ্গুমুক্ত হবে। ডেঙ্গুজ্বর হলে ভয়ের কিছুই নেই। এটি ভাইরাসজনিত রোগ। এ রোগ হলে প্যারাসিটামল ছাড়া এন্টিবায়োটিক ওষুধ খাওয়ানো যাবে না। আমরা সচেতন হলে ডেঙ্গু নিধন সম্ভব।’
তিনি আরও বলেন, ‘ঘরের ফুলের টব, গ্যারেজের টায়ার-টিউব ইত্যাদিতে জমে থাকা পানির মধ্যে ডেঙ্গু মশা জন্মায়। আপনাদের বলব, সচেতন হোন। একমাত্র সচেতনতাই পারে ডেঙ্গু রোধ করতে।
সভাপতির বক্তব্যে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, ‘আমরা চাইলে সবকিছু করতে পারি না। কারণ, বসুন্ধরা, বনশ্রী ও উত্তরার হরিরামপুরসহ বহু এলাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় নয়। এসব এলাকায় ব্যাপক মশা জন্মায়। সে কারণে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেশি।’
মেয়র আরো বলেন, ‘১০ বছর আগে ডেঙ্গু ছিল আতঙ্কের নাম। ক্যান্সার রোগী মরতে সময় লাগে, কিন্তু ডেঙ্গু হলে ৮ থেকে ১০ দিনেই মৃত্যু। আমরা অন্তত এ থেকে মুক্তি পেয়েছি। ডেঙ্গু এখন নরমাল একটি জ্বর। আমাদের কর্মীরা সব এলাকায় প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ দিচ্ছে।’
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আহসান জানান, দেশে বর্তমানে দুই হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। এর মধ্যে ২২১ জন ডিএনসিসি এলাকার। আক্রান্তদের ১০ ভাগ মহানগরীর বাসিন্দা।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি। অন্যান্য বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য একেএম রহমত উল্যাহ, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল গাজী ফিরোজ রহমান প্রমুখ।