ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / কামরুলকে আনতে রাতে সৌদি যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা

কামরুলকে আনতে রাতে সৌদি যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা

kamrul১১ অক্টোবর, ২০১৫: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে রাতে সৌদি আরব যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা। পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিমের নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের দুই সদস্য রবিবার রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, এই তিন পুলিশ কর্মকর্তা ইন্টারপোলের মাধ্যমে আগামী ১৫ অক্টোবরের মধ্যে কামরুলকে দেশে ফিরিয়ে আনবেন।

গত ৮ জুলাই শিশু রাজনকে নৃশংসভাবে খুন করে কিছু দুর্বৃত্ত। এ ঘটনায় তদন্ত শেষে মোট ১৩ জন আসামির বিরদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তবে ঘটনার দুই দিন পর মামলার প্রধান আসামি কামরুল জেদ্দায় পালিয়ে যান। সেখানে প্রবাসী বাংলাদেশিরা তাকে আটক করে।
এরপর ইন্টারপোলের মাধ্যমে রিয়াদ এনসিবির সহযোগিতা চেয়ে রেড নোটিস ইস্যুর জন্য অনুরোধ জানায় পুলিশ সদর দফতর। পাশাপাশি পুলিশ দফতরের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দি বিনিময়ের জন্য অনুরোধ করেন সৌদি কর্তৃপক্ষকে। এআইজি (এনসিবি) মাহবুবুর রহমান ভূঁইয়া সার্বিক যোগযোগ অব্যাহত রাখেন। এর প্রেক্ষিতে সৌদি আরব কর্তৃপক্ষ আসামি কামরুলকে ফেরত দিতে সম্মত হয়।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘শিশু রাজন হত্যা মামলাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে আমরা তত্পর। নানা নিয়ম-নীতি মেনে এ আসামিকে নিয়ে আসতে পারা আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের ঐকান্তিক প্রচেষ্টারই অংশ।’