১৬ সেপ্টেম্বর ২০১৫: ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে ৯৬ রানে হারলো বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
লিটন কুমার দাস ও নাসির হোসেনের ব্যাটে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ ‘এ’ দল । কিন্তু শেষ ৭ রানে বাংলাদেশ ‘এ’ তারকারা হারিয়ে বসলেন পাঁচ উইকেট । এতে বড় হারই দেখতে হলো তাদের । ৯৬ রানের হার নিয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুর করলো মুমিনুলবাহিনী। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ২১৯/৫। আর ৮.৩ ওভার বাকি রেথে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস গুটিয়ে যায় ২২৬ রানে। প্রথম ওয়ানডেতে ৩২৩ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে শুরুতে বিপদে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদের শুরু হয় তাদের। চতুর্থ উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক মুমিনুল হক ও সাব্বির রহমান। কিন্তু ৩৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন মুমিনুল। ১৫ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭৯ রান। কিন্তু ষষ্ঠ উইকেটে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন নাসির ও লিটন। তারা ১০৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। লিটন ৫৭ ও নাসির ৫০ রানে অপরাজিত আছেন। এর আগে ভারতের বাঁহাতি পেসার শ্রীনাথ অরবিন্দর বোলিং তোপে পড়ে রনি তালুকদার (১৩), সৌম্য সরকার (৯) ও এনামুল হক (০) ৩৪ রানের মধ্যে ফেরেন। অরবিন্দ শুরুর তিন উইকেট দখল করেন।
এর আগে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ সামনে ৩২৩ রানের বড়া টার্গেট ছুড়ে দেয় ভারত ‘এ’ দল। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ এ দলের দলের অধিনায়ক মুমিনুল হক। ভারত আগে ব্যাটে গিয়ে করে ৭ উইকটে ৩২২ রান। মাত্র ৭৬ রানে ভারত ‘এ’ দলের ৪ উইকেট তুলে নিয়ে শুরুতে আশা দেখায় বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেটে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়।