২২ জুন, ২০১৫: শর্তসাপেক্ষে বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিবে বলে জানিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। সোমবার টেকনাফ-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ এ তথ্য জানান।
লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিপির শর্ত হচ্ছে- অবৈধভাবে মালয়েশিয়াগামী ৫৫৫ জন অভিবাসীকে ফেরত নিলে বিজিবি নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়া হবে। তবে বিজিবির পক্ষ থেকে বিজিপিকে জানানো হয়েছে নায়েক রাজ্জাক ও অভিবাসী দুটি ভিন্ন প্রসঙ্গ। এ দুটিকে এক করার কোন কারণ নাই।
তিনি আরো জানান, সোমবার তিন দফায় বিজিপির সাথে বৈঠক হয়েছে। এখন পর্যন্ত বিজিপির পক্ষ থেকে সন্তোষজনক কোন সাড়া পাওয়া যায়নি।
অভিবাসীদের ফিরিয়ে আনা প্রসঙ্গে আবুজার বলেন, যাছাইবাছাই প্রক্রিয়া শেষে অভিবাসীদের ফিরিয়ে আনা হবে।
London Bangla A Force for the community…
