ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / জাতীয় পরিচয়পত্র নবায়নে ফি ধার্য, কার্যকর ১ সেপ্টেম্বর থেকে

জাতীয় পরিচয়পত্র নবায়নে ফি ধার্য, কার্যকর ১ সেপ্টেম্বর থেকে

ID২২ জুন, ২০১৫: বিনা খরচেই জাতীয় পরিচয়পত্র নবায়ন আর হবে না; এখন পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে তা পুনরায় নিতে ১০০ টাকা থেকে এক হাজার টাকা ফি দিতে হবে। নির্বাচন কমিশন সোমবার প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, এই সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে। তবে ওই তারিখের আগে বিনা খরচেই নবায়ন করা যাবে।

বর্তমানে ইসির তথ্যভাণ্ডারে বাংলাদেশের ৯ কোটি ৬২ লাখের মতো ভোটারের তথ্য রয়েছে। অগাস্ট থেকে এসব নাগরিককে উন্নতমানের স্মার্ট আইডি কার্ড দেওয়ার কথা রয়েছে।

আগামী বছরের শুরুতে আবার ভোটারযোগ্যদের নিবন্ধন তথ্য সংগ্রহ শুরু হবে। আঠারোর কম বয়সীদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রথমবার বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র পাবে নাগরিকরা। এ কার্ডের মেয়াদ হবে ১৫ বছর। নির্ধারিত সময়ের পর এ জাতীয় পরিচয়পত্র নবায়নেও ফি দিতে হবে।

এছাড়া ডুপ্লিকেট পরিচয়পত্র সংগ্রহ, সংশোধনে সাধারণ সময়ে অন্তত দুইশ’ টাকা এবং দ্বিতীয় ও তার পরের বার থেকে সর্বোচ্চ এক হাজার টাকা করে ফি দিতে হবে। ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ পরিশোধ করতে হবে।

১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত ফি দিতে হলেও সরকারি সংস্থা ও বিধিবদ্ধ কর্তৃপক্ষের সঙ্গে ইসির চুক্তির এককালীন চার্জ এখন থেকে কার্যকর হবে। এক্ষেত্রে নিবন্ধন তথ্য যাচাই ও তথ্য সরবরাহে ইসি এককালীন ৫ লাখ টাকা ফি নেবে।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এ দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে শিগগির চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ইসি।