দেশের চলমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোশনের নির্বাচনী বিষয়াদি নিয়ে আগামীকাল রোববার জরুরি সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া।
এদিন দুপুর ২টায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন।
শনিবার বিকেলে চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গাড়িবহর নিয়ে মেয়র প্রার্থীদের পক্ষে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা চালানোতে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া এই আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকেও নির্দেশনা দেয়া হয়েছে।
গত রোববার থেকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। কিন্তু পরের দিন থেকে পর তিন দিন তার গাড়িবহরে হামলা করে সরকার সমর্থকরা। এতে বেশ ক’জন আহত হয় এবং শেষ দিন খালেদা জিয়ার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত বৃহস্পতিবার সরকার সমর্থিত সহস্র নাগরিক কমিটি নির্বাচন কমিশনে গিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এর পরিপ্রেক্ষিতেই কমিশন খালেদার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করলো।রোববার বেলা ২ টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া
London Bangla A Force for the community…
