ঢাকা: দুঃশাসনের অবসান ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ২০ দলীয় জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।
এছাড়া চলমান আন্দোলনে যারা সরকারি পেটোয়া বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে নির্যাতিত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভুতি ও সমবেদনা জানিয়েছেন খালেদা।
অবরোধ কর্মসূচি স্থগিত করা হচ্ছে মর্মে বিভিন্ন সরকারি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদ্বাত্ত আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন।
London Bangla A Force for the community…
