১৪ জুন ২০১৫: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করেছে আপিল বিভাগ।
সাত বছর আগের ওই দুর্নীতি মামলা নতুন করে আপিল শুনানির আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রোববার দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেয়। ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। জরুরি অবস্থার সময় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত এ মামলায় আওয়ামী লীগ নেতা মায়াকে ১৩ বছরের কারাদ- দেয়। সেইসঙ্গে তাকে ৫কোটি টাকা জরিমানা এবং প্রায় ৬কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ হয়। ২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ ওই রায় বাতিল করে দেয়।
London Bangla A Force for the community…
