গত ১২ মে এমদাদ রহমানকে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মানে ভূষিত করা হয়েছে। সেবামূলক কাজে তার অসামান্য অবদানের স্বিকৃতি স্বরূপ গিল্ড হলের চেম্বারলেইন কোর্ট রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ নাগরিক অধিকারের এই সনদ প্রদান করা হয়।
এল্ডার্সি গার্ডেনের বাসিন্দা এমদাদ রহমান হোমলেসদের জন্য ফুড ব্যাংক, স্যুপ কিচেন ছাড়াও ফুটবল প্রশিক্ষন দিয়ে থাকেন। এই বিশেষ পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, যে কোন কাজের স্বীকৃতি পেতে খুব ভালো লাগে আর মর্যাদাপূর্ন এ সম্মান পেয়ে আমি অত্যন্ত খুশী। আরো হাজারো মানুষ আছেন যারা সেবামূলক কাজের সাথে জড়িত এবং আমার চেয়ে ভালো করছেন কিন্তু এ সম্মান পেয়ে আমি তাদের চেয়ে ভাগ্যবান বলে মনে করছি। তিনি আশা করেন তার এ সম্মাননা তরুনদের সেবামূলক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। উল্লেখ্য প্রাচীন এই সম্মাননা প্রথম প্রদান করা হয় ১২৩৭ সালে।
London Bangla A Force for the community…
