বর্ষবরণে নারী লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয় ছাত্রইউনিয়ন সংসদের সভাপতি তন্ময় ধর বলেছেন, কোন প্রকার উস্কানি ছাড়াই আমাদের উপর হামলা করেছে।
সোমবার রাতে শীর্ষ নিউজকে জানান, শহীদ নামের শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা প্রথমে এসে কোথা থেকে এসেছি জানতে চায়, পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি শুনেই চলে যায়। কিছুক্ষণ পরে এসে ওই কর্মকর্তা কলার ধরে নিয়ে যায়।
এর পর আরো ৭-৮ জন হামলা করে। দু’জন হেলমেট ও লাঠি দিয়ে আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়লে আমাকে লাথি মারতে থাকে।
আমি অজ্ঞান হলে রুমা নামের এক সাংবাদিক আমাকে উদ্ধার করে। পরে ছাত্রইউনিয়ন ঢাকা জেলার সাধারণ সম্পাদক রুবেল ভাই আমাকে হাসপাতালে নিয়ে যায় বলে জানতে পেরেছি।
এক পা ও হাতে ফ্র্যাকচার হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের হামলার বিষয়ে তিনি আরো বলেন, যে পুলিশ বিচারের দাবিতে আন্দোলনে হামলা করেছে অথচ ওই পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করলে বর্ষবরণ নারী লাঞ্ছিতের ঘটনা ঘটত না। [Adverts]