মুম্বাইয়ের একটি বেকারির সামনে ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে কয়েকজন ফুটপাতবাসীকে পিষে দেয় সালমান খানের গাড়ি। এসময় মৃত্যু হয় একজনের। সেই অভিযোগের মামলায় ১৩ বছর পর দোষী সাব্যস্ত হলেন বলিউডের শক্তিমান এই অভিনেতা।
তবে এখনও শাস্তি ঘোষণা হয়নি সালমানের। ধারনা করা হচ্ছে কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে এই নায়কের।
এবিপি আনন্দের খবরে জানা গেছে, মুম্বাইয়ের আদালতে বিচারক যখন দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন তখন রায় শুনে কেঁদে ফেলেন সালমান খান। এসময় তাকে বেশ অসহায় দেখাচ্ছিলো।
রায় পড়তে গিয়ে বিচারপতি বলেন, এই মামলায় দশ বছরের কারাদণ্ড হতে পারে সালমানের। এবিষয়ে বিচারপতি সালমানের মতামত জানতে চান। সালমান উত্তরে কিছু বলেননি। তিনি ইশারায় নিজের আইনজীবীকে দেখিয়ে দেন।
এর আগে বুধবার সকালে আদালত চত্বরে পৌঁছান সালমান খান। এসময় তার সঙ্গে ছিলেন বাবা সেলিম খান, দাদা আরবাজ খান এবং বোন অর্পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।