৫ মে ২০১৫: গুলশান, বনানী ও বারিধারা এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য উত্তরের নবনির্বাচিত মেয়র আনিসুল হককে একনেকে প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মুস্তফা কামাল বলেন, একনেকে নতুন মেয়র আনিসুল হককে প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। যার মাধ্যমে গুলশান, বনানী ও বারিধারা এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।
মন্ত্রী জানান, গুলশান-বনানী ও বারিধারার উন্নয়নের ফলে এসব এলাকার জলাবদ্ধতা ও বনানী লেকের দূষণ কমবে এবং যানজট হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১৩৯ কোটি ৯৮ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ৫৯ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় করা হবে বলে জানা গেছে। ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কাজ শেষ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
তিনি বলেন, এই ওয়ার্ডগুলো ৫টি অঞ্চলের সমন্বয়ে গঠিত। এরমধ্যে গুলশান, বনানী ও বারিধারার ১০টি ওয়ার্ড নিয়ে অঞ্চল-৩ গঠিত। এর আয়তন প্রায় ১৮ দশমিক ৫৪ বর্গকিলোমিটার। এ অঞ্চলে কুটনৈতিক পল্লীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। রাস্তা, ফুটপাত, নর্দমা মিডিয়ান, ফুটওবার ব্রিজ, আন্ডারপাস, খেলার মাঠ, কবরস্থান, মার্কেট ইত্যাদি অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সিটি করপোরেশন জনসেবা প্রদানে নগরবাসীর চাহিদা পূরণে সচেষ্ট। সেক্ষেত্রে ঢাকা উত্তরের নতুন মেয়র আনিসুল হক নিজেও বিদেশী অর্থায়ন আনতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, তিন সিটির মেয়রদের ভালভাবে কাজ করার সুবিধার্থে আগামীতে ঢাকা ও চট্টগ্রামের জন্য পরিকল্পিতভাবে প্রকল্প হাতে নেওয়া হবে। দক্ষিণের নতুনি মেয়র সাঈদ খোকনের জন্যও নতুন প্রকল্প আসছে। দুই এক সপ্তাহের মধ্যেই এ প্রকল্প হাতে নেয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।